অনলাইন ডেস্ক :
দেশের স্বাধীনতা অর্জনের জন্য লড়াইয় নেমেছিলেন ফুটবলাররা। সে সময় গড়ে তোলা হয় স্বাধীন বাংলা ফুটবল দল। সেই দলের অন্যতম সদস্য আবদুল হাকিম আর নেই। রোববার ভোরে তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। বেশ কয়েক বছর ধরেই নানা জটিল রোগে ভুগছিলেন আবদুল হাকিম। ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। মরদেহ ঢাকা থেকে নিজ এলাকা যশোরে নিয়ে যাওয়া হচ্ছে। স্বাধীনতার আগে দিলকুশা স্পোর্টিংয়ের হয়ে ফুটবল ক্যারিয়ার শুরু হয় হাকিমের। এরপর স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে খেলেন। ১৯৭৩ ও ১৯৭৫ সালের মারদেকা কাপে জাতীয় দলের সদস্য ছিলেন। ঘরোয়া ফুটবলে ঢাকা ওয়ান্ডারার্স, ওয়ারী, ওয়াপদার মত ক্লাবে খেলেছেন তিনি।
আরও পড়ুন
বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ
মুখোমুখি হচ্ছেন সাকিব-তামিম
চ্যাম্পিয়নস ট্রফির জার্সিতে ‘পাকিস্তান’ লেখা নিয়ে আপত্তি ভারতের, খেপেছে পিসিবি