January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 6th, 2023, 8:24 pm

স্বামীকে নিয়ে মুখ খুললেন বিদ্যা বালান

অনলাইন ডেস্ক :

বলিউড চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেত্রী বিদ্যা বালান। ‘কাহানি’, ‘দ্য ডার্টি পিকচার’, ‘শেরনি’-র মতো সিনেমাতে তিনি তাঁর অভিনয়ের দক্ষতা দেখিয়েছেন। ‘পরিণীতা’ সিনেমার বিদ্যা কি করে ‘দ্য ডার্টি পিকচার’-এর মতো সিনেমায় অভিনয় করলেন, তা নিয়ে নানা জল্পনা-কল্পনা। এর জন্য তাকে সমালোচনার মুখেও পড়তে হয়েছিল। তবে পেশাগত জীবন নিয়ে যতটা খোলামেলা বিদ্যা, নিজের ব্যক্তিগত জীবন নিয়ে ততটা নন। ব্যক্তিগত জীবন নিয়ে তিনি সাধারণত জনসমক্ষে আলোচনা করেন না। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে, স্বামী সিদ্ধার্থ রায় কাপুরকে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী বিদ্যা বালান। তিনি জানান, প্রথম দেখায় সিদ্ধার্থের প্রেমে পড়ে যাননি বিদ্যা। তাদের প্রেমের গল্প বরং অনেকটা লাস্ট স্টোরির মতোই ছিল।

বিদ্যা বালান বলেন, “সিদ্ধার্থের ব্যাপারে আমার মানসিক সংযোগ ছিল। তবে এটি একটি শারীরিক আকর্ষণ দিয়ে শুরু হয়। তিনি দেখতে খুবই আকর্ষণীয়। আমার চোখে সবচেয়ে সুন্দর পুরুষ সিদ্ধার্থ। সবাই তার জীবনসঙ্গীর মাঝে মা-বাবাকে খুঁজেন। সিদ্ধার্থ ঠিক তেমনই একজন মানুষ। তিনি খুব কেয়ারিং। তার এই বিষয়টি আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছিল”। হিউম্যানস অব বোম্বেকে দেওয়া এক সাক্ষাৎকারে বিদ্যা বলেছিলেন, “আমি আর সিদ্ধার্থ, করণের বাড়িতে একসাথে একটি পার্টিতে গিয়েছিলাম। আমাদের সম্পর্কে মধ্যে করণ কিউপিডের ভূমিকা পালন করেছেন। করণ আমাদের তার বাড়িতে একটি পার্টিতে আমন্ত্রণ জানিয়েছিলেন। এরপর আমি তার বাড়িতে গেলাম। সে সময় আমি একটু লাজুক প্রকৃতির ছিলাম। কিছুক্ষণ পর সিদ্ধার্থও আসল। আমরা তখন একসাথে আড্ডা দিলাম। এভাবেই আমাদের পরিচয় হয়ে গেল”।

অভিনেত্রী বিদ্যা বালান ও প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুর ২০১২ সালের ১৪ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ব্যাক্তিগত জীবনে তিনি খুবই সুখে আছেন। পেশাদার জীবনেও এই মুহূর্তে নারীকেন্দ্রিক চরিত্রে চুটিয়ে কাজ করছেন এই অভিনেত্রী। চলতি মাসেই বিদ্যা বালান অভিনীত সিনেমা ‘নিয়ত’ মুক্তি পেতে চলেছে। সূত্র- হিন্দুস্তান টাইমস