কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রয়াত মুক্তিযোদ্ধা আহম্মদ আলী ভূঁইয়ার ছেলে মনিরুল ইসলাম রানার (৪৫) দুই কিডনিই অকেজো। জীবন বাঁচাতে স্বামীকে একটি কিডনি দিতে রাজি হয়েছেন তাঁর স্ত্রী। তবে ভারতে কিডনি প্রতিস্থাপনের ব্যয়বহুল চিকিৎসা চালানো এই নিঃস্ব পরিবারের পক্ষে সম্ভব হচ্ছিল না।
এই অবস্থায় পাশে দাঁড়িয়েছেন কটিয়াদী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব কামরুল ইসলাম। তাঁর উদ্যোগে গঠিত তহবিল থেকে রানা ও তাঁর পরিবারকে ১৯ লক্ষ ১৯ হাজার ১৮২ টাকা সহায়তা দেওয়া হয়েছে। বাকি টাকাও দ্রুত ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়।
লাংটিয়া গ্রামের বাসিন্দা রানা ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছেন, সপ্তাহে তিনবার ডায়ালাইসিস করতে হয়। তাঁর চিকিৎসার জন্য কামরুল ইসলাম এলাকার তরুণদের নিয়ে অর্থ সংগ্রহের উদ্যোগ নেন। প্রবাসীসহ নানা শ্রেণি-পেশার মানুষ সাড়া দেন। এ সময় প্রভাষক তরিকুল ইসলাম টিটু, সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর কাকন, প্রকৌশলী রুবেল, ইউপি সদস্য বিপুলসহ অনেকে পাশে দাঁড়ান।
রানার পরিবার ও এলাকাবাসী ছাত্রদল নেতা কামরুলের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ছাত্ররাজনীতির অংশ হিসেবে এমন সহায়তামূলক কাজ আরও ছড়িয়ে পড়া উচিত।

আরও পড়ুন
ষড়যন্ত্র থেমে নেই, নির্বাচন অতো সহজ হবে না: তারেক রহমান
হাদির অবস্থা আশঙ্কাজনক, মস্তিষ্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত, ফুসফুসেও আঘাত: মেডিকেল বোর্ড
র্যাব-৯ এর অভিযানে কমলগঞ্জ থেকে মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার