May 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, May 7th, 2025, 5:41 pm

স্বামীর নির্যাতনে মৃত্যুর কাছে হার মানলেন স্ত্রী

মাসুম বিল্লাহ ইমরান, খুলনা ব্যুরো: খুলনার হরিণটানা থানাধীন এলাকায় পারিবারিক কলহের জেরে স্বামীর মারধরে জান্নাতি আক্তার (২০) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী আবু সালে টেপু (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন জয়খালী ঘোলা এলাকার বাসিন্দা আবু সালে টেপু। জানা গেছে, গত ২ মে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে পারিবারিক কলহের একপর্যায়ে আবু সালে টেপু স্ত্রী জান্নাতি আক্তারকে শারীরিকভাবে নির্যাতন করেন। পরবর্তীতে অসুস্থ অবস্থায় তাকে রাত সাড়ে ১১টার দিকে খুলনার সোনাডাঙ্গা থানাধীন বাস স্ট্যান্ড সংলগ্ন খুলনা হেলথ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৭ মে) ভোর ৫টায় জান্নাতি আক্তার মারা যান। মৃতদেহ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা যায়, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ও স্বামী আবু সালে টেপু তাকে মারধর করেছিলেন।

এই ঘটনায় হরিণটানা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।