অনলাইন ডেস্ক :
টলিউডের পরিচিত মুখ শ্রাবন্তী চ্যাটার্জি-ওম সাহানি। তারা দুজনেই বাংলাদেশি সিনেমায়ও অভিনয় করেছেন। এর আগে কলকাতার ‘হুল্লোড়’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন। এবার জুটি বেঁধে পর্দায় হাজির হতে যাচ্ছেন এই যুগল। অয়ন দে পরিচালিত ‘ভয় পেয়ো না’ সিনেমায় দেখা যাবে তাদের। ভারতীয় একটি সংবাদমাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, তমসা আর ডা. সুশান্তকে ঘিরে এগিয়েছে হরর-থ্রিলার ঘরানার এ সিনেমার কাহিনি। তাদের বিয়ের পর সুশান্তের মা বহ্নিশিখার সঙ্গে তমসার সম্পর্ক চরম তিক্ততায় রূপ নেয়। ভয় দেখিয়ে বাড়ি থেকে তাড়ানোর চক্রান্ত চলে তমসার বিরুদ্ধে, যার রেশ ধরেই উন্মোচিত হয় আরেক রহস্য! তমসা চরিত্রটি রূপায়ন করবেন শ্রাবন্তী চ্যাটার্জি। এ অভিনেত্রী বলেন, ‘খুব সাধারণ চরিত্র মনে হলেও শেষে গিয়ে একটা দারুণ চমক আছে। গল্পটা প্রথমবার শুনে আমিও চমকে গিয়েছিলাম। ওম আর ওর স্ত্রী মিমি আমার খুব ভালো বন্ধু। এই প্রথম ওমের সঙ্গে জুটি বাঁধব ভেবেই ভালো লাগছে।’ অন্যদিকে সুশান্ত চরিত্রে দেখা যাবে ওম সাহানিকে। এ অভিনেতা বলেনÑ ‘জুটি হিসেবে এটাই প্রথম কাজ বলে একটা আলাদা ভালো লাগা কাজ করছে। মিমির সঙ্গে আরেকটি হরর সিনেমায় অভিনয় করছি। তার পরেই ‘ভয় পেয়ো না’ সিনেমার কাজ শুরু করব।’
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব