নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, সকাল সাড়ে ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছেন মন্ত্রী।
বিপ্লব বড়ুয়া জানান, ওবায়দুল কাদের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গেছেন। দীর্ঘদিন ধরে করোনা মহামারির কারণে ফলো-আপ চেকআপের জন্য তিনি সিঙ্গাপুরে যেতে পারছিলেন না। তিনি শিগগিরই ফিরে আসবেন।
৬৯ বছর বয়সী আওয়ামী লীগ নেতা দীর্ঘদিন ধরে হার্ট ও ফুসফুসের সমস্যায় ভুগছিলেন। ২০১৯ সালে তার করোনারি ধমনীতে তিনটি ব্লক পাওয়া যায়।
—ইউএনবি

আরও পড়ুন
হাটহাজারীর সাবেক এমপি আনিসুলের বাড়িতে অগ্নিসংযোগ
আপনারা যদি পাশে থাকেন, মার্কা যা-ই হোক, নির্বাচন করব: রুমিন ফারহানা
ওসমান হাদির হত্যাকে কেউ যেন রাজনৈতিকভাবে ব্যবহার করতে না পারে: সালাহউদ্দিন