January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, March 4th, 2024, 7:45 pm

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

মির্জা ফখরুলের ব্যক্তিগত সহকারী এম ইউনুস আলী জানান, মির্জা ফখরুল তার স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

তিনি জানান, ঘাড়ে ব্লকজসহ বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে ফখরুলের সিঙ্গাপুরের একটি ক্লিনিকে চিকিৎসা নেওয়ার কথা রয়েছে।

তিনি বলেন, আগামী ১৮ মার্চ বিএনপি নেতার দেশে ফেরার কথা রয়েছে।

তিনি আরও বলেন, গত ১৫ ফেব্রুয়ারি কারাগার থেকে মুক্তি পাওয়ার পর মির্জা ফখরুল নানা শারীরিক সমস্যা নিয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে যান এবং হাসপাতালের অধ্যাপক শামসুল আরফিনের তত্ত্বাবধানে বাসায় থেকেই চিকিৎসা নেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, গত ২৯ অক্টোবর থেকে তিন মাসের বেশি সময়ে তাদের নেতা ফখরুলের ৬ কেজি ওজন কমেছে।

এর আগে ২০২৩ সালের ২৪ আগস্ট মেডিকেল চেকআপের জন্য সিঙ্গাপুর যান ৭৭ বছর বয়সী বিএনপি মহাসচিব।

২০১৫ সালে একটি রাজনৈতিক মামলায় কারাগারে থাকার সময় তার অভ্যন্তরীণ ক্যারোটিড ধমনীর সমস্যা ধরা পড়ে।

কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তিনি সিঙ্গাপুরে যান এবং এরপর থেকে প্রতি বছর ফলোআপ চিকিৎসার জন্য দেশটিতে যান।

২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির জনসভা ভন্ডুল হওয়ার একদিন পর গুলশানের বাসা থেকে বিএনপি নেতাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।

হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর ১৫ ফেব্রুয়ারি তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

—-ইউএনবি