রংপুর ব্যুরো:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরে জেলা ও মহানগরের আনন্দ র্যালী ও আলোচনা সভা হয়েছে। মঙ্গলবার দুপুরে রংপুর জেলার আয়োজনে আনন্দ র্যালী হয়। র্যালী নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয় থেকে বের হয়ে দাবানল মোড়, প্রেসক্লাব জাহাজ কোম্পানীর মোড়, পায়রা চত্তর, সিটি বাসার হয়ে টাউন হলে গিয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল আমরান সুজন, সদস্য সচিব জাকারিয়া ইসলাম জীম। এসময় পীরগঞ্জ, মিঠাপুকুর, তারাগঞ্জ, বদরগঞ্জ, কাউনিয়া, পীরগাছা, গঙ্গাচড়াসহ আশ পাশের এলাকার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে বিকেল স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আনন্দ র্যালী ও আলোচনা সভা হয়েছে। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এসময় বক্তব্য রাখেন- মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু, সদস্য সচিব মাহফুজ উন নবী ডন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন, সদম্য সচিব নুর হাসান সুমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নোমান হাসান প্রমুখ। এসময় মহানগরীর ৩৩টি ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আব্দুর রহমান মিন্টু
রংপুর ব্যুরো চীফ
আরও পড়ুন
রংপুরে ৩৬ জুলাই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে গঙ্গাচড়া দল চ্যাম্পিয়ন
হালুয়াঘাটে বিএনপি নেতা আজিজ খানের স্মরণে শোক সভা ও দোয়া অনুষ্ঠিত
গণঅভ্যুত্থানের শিক্ষাই হলো জাতির সাথে প্রতারণা না করা: আযম খান