সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ৯নং দেওটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ রনিকে জামায়াত-শিবিরের হত্যার হুমকি ও সোনাইমুড়ী বাজারে লাঠি মিছিলের নামে সন্ত্রাস উসকে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করছে সোনাইমুড়ী উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন।
শনিবার (১ নভেম্বর) বিকেলে সোনাইমুড়ী উপজেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ৯নং দেওটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ রনিকে সম্প্রতি জামায়াত-শিবিরের কতিপয় কর্মীরা হত্যার হুমকি ও সোনাইমুড়ী বাজারে লাঠি মিছিলের নামে এলাকায় সন্ত্রাসকে উসকে দিচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা।
একই সাথে সোনাইমুড়ী উপজেলায় প্রত্যেক রাজনৈতিক দলের শৃঙ্খলার সাথে সহাবস্থান বজায় রাখার আহ্বান জানান তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিল উপজেলা বিএনপির আহবায়ক দিদার হোসেন, পৌরসভা বিএনপির আহবায়ক মোতাহের হোসেন মানিক, উপজেলা বিএনপির সদস্য সচিব কুতুব উদ্দিন সানি, সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুব আলম মহিন, যুগ্ন আহবায়ক মাসুদের রহমান, পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক জালাল আহমেদ, জেলা স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক নুর মোহাম্মদ মিলন, সদস্য সচিব আয়ুব পাটোয়ারী, পৌরসভার সাবেক কমিশনার জাফর আহমেদ সহ সংবাদ সম্মেলনে সোনাইমুড়ী উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও পড়ুন
রংপুরে দুই শিশুকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মামলায় র্যাব ১৩ এর অভিযানে প্রধান আসামি গ্রেফতার
সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন
নাসিরনগর জাতীয় সমবায় দিবস পালিত