December 7, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, December 6th, 2025, 6:30 pm

স্বৈরাচারী হাসিনা কখনো বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, শেখ হাসিনা দেশকে একদলীয় শাসনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে। কিন্তু গণঅভ্যুত্থানের ফলে জনগণ তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছিল। তিনি কখনো বাংলাদেশের স্বাধীনতা ও অস্তিত্বের প্রতি বিশ্বাসী ছিলেন না। পার্শ্ববর্তী একটি দেশের স্বার্থসেবীর মতো দায়িত্ব পালন করে দেশটির সম্পদ পাচারে সহযোগিতা করেছেন। অবশেষে তার ঠিকানাও স্থির হয়েছে দিল্লিতে।

শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১১:৩০ টার দিকে চকরিয়া উপজেলার ইসলামনগর এলাকায় আয়োজিত মহিলা সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সমাবেশে আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধ্বে ইনশাআল্লাহ বাংলাদেশে ঐতিহাসিক জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, যা শুধু সরকার গঠনের জন্য নয়, বরং বিশ্বে স্বীকৃত ও প্রশংসিত একটি নির্বাচন হিসেবে পরিচিত হবে। এই নির্বাচনে জনগণ নিজেই ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করবে।

তিনি আরও বলেন, এইবারের নির্বাচন হবে বিশ্বের কাছে স্বীকৃত, সুষ্ঠু ও প্রশংসিত। জনগণ এখন তাদের ভোটাধিকার বিষয়ে আগের চেয়ে বেশি সচেতন। তাই তারা নিজেরাই ভোটকেন্দ্র পাহারা দেবেন। গত ১৬ বছর দেশে গণতন্ত্র ছিল না; এবার তা পুনরায় ফিরছে।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়, ন্যায়বিচার চায় ও শান্তি চায়। বিএনপি জনগণের কাছে যে ইশতেহার দেবে, তা হবে বাস্তবসম্মত, জনমুখী এবং পরিবর্তনের অঙ্গীকারে ভরপুর।

তিনি দাবি করেন, যদি বিএনপি ক্ষমতায় আসে, দেশের অর্থনীতি, প্রশাসন ও ন্যায়বিচারে যে বিপর্যয় সৃষ্টি হয়েছে, তা পুনর্গঠন করা হবে

সমাবেশে উপস্থিত ছিলেন সালাহউদ্দিন আহমেদের স্ত্রী ও সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দলীয় সূত্রে জানা যায়, সমাবেশে কয়েক হাজার নারী ও স্থানীয় গ্রামবাসী অংশ নেন।

উল্লেখ্য, কক্সবাজার-১ আসন থেকে তিনবারের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ দীর্ঘ সময় পর এলাকায় ফিরে প্রচারণা শুরু করেছেন। তিনি গত ২ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে প্রচারণা উদ্বোধন করেন। এরপর থেকে প্রতিদিন বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রামে গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করছেন।

শনিবার সারাদিন চকরিয়ার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও জনসভা শেষ করে রবিবার (৭ ডিসেম্বর) সকালে ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

এনএনবাংলা/