November 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 13th, 2024, 5:30 pm

স্মার্টফোনে সাউন্ড কমে গেলে কী করবেন?

অনলাইন ডেস্ক

স্মার্টফোনের সাউন্ড কমে গেলে আমরা অনেকে চিন্তিত হয়ে পড়ি। তবে দুশ্চিন্তা না করে কিছু সহজ টিপস ফলো করলেই এই সমস্যার সমাধান করা সম্ভব। আসুন, জেনে নিই সাউন্ড বাড়ানোর জন্য কী কী করতে পারেন।

ভলিউম চেক করুন
প্রথমেই নিশ্চিত হয়ে নিন যে ফোনের ভলিউম কমিয়ে দেওয়া হয়নি।

ফোনের ভলিউম বোতাম চেপে দেখুন, সম্ভব হলে সেটিংসে গিয়ে ভলিউম লেভেলগুলো ঠিকমতো আছে কি না, তা পরীক্ষা করুন।

স্পিকার পরিষ্কার করুন
অনেক সময় ফোনের স্পিকার ময়লা জমে যাওয়ার কারণে সাউন্ড কমে যায়। স্পিকার অংশে নরম ব্রাশ দিয়ে আলতোভাবে পরিষ্কার করুন। তবে খুব সতর্ক থাকতে হবে যাতে ভেতরে ময়লা বা পানি না ঢোকে।

সফটওয়্যার আপডেট চেক করুন
ফোনের সাউন্ড কমে যাওয়ার কারণ হতে পারে সফটওয়্যার বাগ। তাই ফোনের সফটওয়্যার আপডেট আছে কি না, দেখে নিন। আপডেট করার থাকলে ইনস্টল করুন, কারণ নতুন আপডেট সাউন্ড সমস্যার সমাধান করতে পারে।

অডিও সেটিং চেক করুন
অনেক স্মার্টফোনে অডিও সেটিংস থাকে, যা মিউজিক বা ভিডিওর সাউন্ডের মান উন্নত করতে পারে।

ফোনের অডিও সেটিংসে গিয়ে বেস্ট সাউন্ড কনফিগারেশন বেছে নিন।

রিস্টার্ট করুন
কখনো কখনো ফোন রিস্টার্ট করলেও সাউন্ড সমস্যা সমাধান হয়। তাই ফোনটি একবার রিস্টার্ট করে দেখুন, হয়তো সাউন্ড ফিরে আসতে পারে।

হেডফোন বা ব্লুটুথ ডিভাইস চেক করুন
ফোনে হেডফোন বা ব্লুটুথ ডিভাইস লাগানো থাকলে সেগুলো খুলে নিন এবং ফোনের স্পিকার দিয়ে সাউন্ড পরীক্ষা করুন। অনেক সময় ব্লুটুথ ডিভাইস সংযুক্ত থাকার কারণে স্পিকারের সাউন্ড কম মনে হয়।

ফোন সার্ভিস সেন্টারে নিয়ে যান
ওপরের টিপসগুলো কাজ না করলে ফোনের হার্ডওয়্যার সমস্যাও হতে পারে। এ ক্ষেত্রে সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে পরীক্ষা করান।

এই টিপসগুলো অনুসরণ করলে সহজেই সাউন্ড সমস্যা সমাধান করতে পারবেন।