অনলাইন ডেস্ক :
সম্প্রতি প্রকাশিত কিছু স্যাটেলাইট ছবির ভিত্তিতে ইউক্রেনের মারিউপোলের কাছে গণকবর আছে বলে মনে করা হচ্ছে।
বৃহস্পতিবার স্যাটেলাইট ইমেজ প্রদানকারী ম্যাক্সার টেকনোলজিস এ ছবিগুলো প্রকাশ করে।
স্থানীয় কর্মকর্তারা রাশিয়াকে অভিযুক্ত করে বলেছে বন্দর শহর অবরোধে সংঘটিত মৃত্যু লুকানোর জন্য গণকবরে প্রায় ৯ হাজার ইউক্রেনীয় বেসামরিক নাগরিকদের কবর দেয়া হয়েছে।
স্যাটেলাইট ছবিগুলোতে শহরে ২০০ টিরও বেশি গণকবর দেখানো হয়েছে। চিত্রটিতে মারিউপোলের বাইরে মানহুশ শহরের একটি কবরস্থান থেকে দূরে প্রসারিত কবরের দীর্ঘ সারি দেখা গেছে।
মারিউপোলের মেয়র ভাদিম বয়চেঙ্কো রাশিয়ানদের অভিযুক্ত করে বলেছেন,শহর থেকে বেসামরিক লোকদের লাশ নিয়ে মানহুশে দাফন করে রাশিয়া তাদের ‘সামরিক অপরাধ’ লুকিয়ে রেখেছে।
মারিউপোল সিটি কাউন্সিল বৃহস্পতিবার টেলিগ্রাম মেসেজিং অ্যাপে একটি পোস্টে বলেছে, কবরগুলোতে ৯ হাজার জনের মতো মৃত ব্যক্তি থাকতে পারে।
আরও পড়ুন
শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল
মেট্রোরেল সেবা ভ্যাটমুক্ত ঘোষণা,কমবে ভাড়া
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩