অনলাইন ডেস্ক :
লোকেশ রাহুল ও দিপক হুদা প্রথম ইনিংসে লখনৌ সুপার জায়ান্টের জার্সি গায়ে ফিফটি হাঁকিয়েছিলেন। পরে রাজস্থান রয়্যালসের জার্সি গায়ে ফিফটি হাঁকান সঞ্জু স্যামসন ও ধ্রুব জুরেল। তবে কাজে লেগেছে শেষের দুই ফিফটি। রাহুল-দিপকের ফিফটিকে ম্লান করে রাজস্থানকে জয় এনে দিয়েছের স্যামসন-জুরেল। লখনৌর দেওয়ার ১৯৭ রানের লক্ষ্য স্যামসন-জুরেলের ১২১ রানের অপরাজিত জুটিতে সহজেই টপকে গেছে রাজস্থান। জয় পেয়েছে ৭ উইকেট আর এক ওভার হাতে রেখেই।
শনিবার ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ১১ রানের মাথায় দুই টপঅর্ডারকে (কুইন্টান ডি কক ৮ ও মার্কা স্টয়নিস ০) হারায় লখনৌ। এরপর ১১৫ রানের দারুণ জুটি করেন রাহুল ও দিপক। রাহুল খেলেন ৪৮ বলে ৭৩ রানের দারুণ এক ইনিংস।
৮ বাউন্ডারি ২ ছক্কা হাঁকান তিনি। ৩১ বলে ৫০ (৭ বাউন্ডারিতে) রান করেন দিপক। শেষ দিকে আয়ুশ বাদানি ১৮ রানে আর ক্রনাল পান্ডিয়া ১৫ রানে অপরাজিত ছিলেন। এতে ৫ উইকেটে ১৯৬ রানের পুঁজি পায় লখনৌ। জবাবে ব্যাট করতে নেমে রাজস্থানকে দারুণ শুরু এনে দেন যসস্বি জয়সওয়াল ও জস বাটলার। ৬ ওভারের আগেই দলীয় সংগ্রহে ৬০ রানের কৌটায় নিয়ে যান তারা।
আবার ৬০ রানের মাথায়ই আউট হয়ে যান দুইজনই। ১৮ বলে ২৪ রান করেন জয়সওয়াল। সমান বল খেলে ৩৪ রান করেন বাটলার। চারে নেমে ১১ বলে ১৪ রান করে আউট হয়ে যায় রিয়ান পরাগ। এরপরই রাহুল-জুরেলের ১২১ রানের অপরাজিত জুটিতে জয় পায় রাজস্থান। ৩৩ বলে ৭১ রান (৭ বাউন্ডারি ৪ ছক্কায়) করেন স্যামসন। ৩৪ বলে ৫২ (৫ বাউন্ডারি ২ ছক্কায়) রান করেন জুরেল। এতে ৭ উইকেটের দারুণ জয় পায় রাজস্থান।

আরও পড়ুন
তামিমকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালকের মন্তব্যে ক্রিকেটারদের ক্ষোভ
প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিক মৃত্যুঞ্জয় চৌধুরীর
মুস্তাফিজের পেশাদারিত্বে মুগ্ধ মিকি আর্থার: ‘অসাধারণ খেলছে, অসম্ভব বিনয়ী’