কুমিল্লায় পৃথক স্থানে তিন দুর্ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে অন্তত ২০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এতে যানবাহন চালক ও যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, কয়েক ঘণ্টার মধ্যে পরপর তিনটি দুর্ঘটনায় যানজট তীব্র হয়েছে। যানজট নিরসনে আমাদের হাইওয়ে পুলিশ কাজ করছে।
তিনি জানান, ভোর সাড়ে ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার পালকি সিনেমা হলের সামনে ঢাকাগামী লং ভেহিকল মহাসড়কের ওপর উল্টে যায়। এতেই শুরু হয় যানজট। ভোর ৬টায় উপজেলার দোতলা নামক স্থানে কুমিল্লাগামী ট্রাকের পেছন থেকে অপর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে ধাক্কা দেওয়া ট্রাকের হেলপার ঘটনাস্থলে নিহত ও ট্রাক চালক আহত হন। দুর্ঘটনাকবলিত যানবাহন সরাতে সময় লাগার কারণে মহাসড়ক জুড়ে যানজট তীব্র হয়।
তবে বিকাল ৩টার পর থেকে গাড়ি চলাচল স্বাভাবিক হয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
—-ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন