January 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, April 3rd, 2022, 5:41 pm

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে মালাইকা

অনলাইন ডেস্ক :

শনিবার রাতে মুম্বাইয়ের খোপোলি এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় পড়লেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। তিনটি গাড়ির সংঘর্ষের মধ্যে পড়ে দুমড়ে মুচরে গেলো তার গাড়ি। আর অভিনেত্রী আহত হলেন গুরুতর। ঘটনাস্থল থেকে মালাইকাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। হিন্দুস্তান টাইমস জানায়, মুম্বাই-পুণে হাইওয়ে দিয়ে মুম্বাই ফিরছিলেন মালাইকা। সেই সময়েই দুর্ঘটনায় পড়ে তার গাড়ি। পুলিশ জানায়, তাকে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। খোপোলি থানার পুলিশ অফিসার শিরিশ পাওয়ার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মুম্বাই-পুণে এক্সপ্রেস ওয়ের যে জায়গায় এই দুর্ঘটনাটি ঘটে, সেটি এমনিতেই দুর্ঘটনাপ্রবণ এলাকা। সেখানেই তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। তবে ভারতীয় গণমাধ্যম চিকিৎসকের বরাত দিয়ে জানিয়েছে, মালাইকার চোট খুব গুরুতর নয়। দু’টি টুরিস্ট ভ্যানের মাঝে পড়ে গিয়েছিল তার গাড়ি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদ চলছে প্রত্যক্ষদর্শীদের।