অনলাইন ডেস্ক :
গাড়ি দুর্ঘটনায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আহত হয়েছেন। বুধবার (১৪ সেপ্টেম্বর) এ দুর্ঘটনা ঘটে, তবে আঘাত গুরুতর নয় বলে জানিয়েছেন তার মুখপাত্র।
দুর্ঘটনার পরেই আহত জেলেনস্কিকে চিকিৎসকরা পরীক্ষা করেন। তারপর তাকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা হয়। এই দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করা হচ্ছে। দুর্ঘটনায় জেলেনস্কির গাড়ি চালকও আহত হয়েছেন। তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়েছে।
সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, খারকিভের পুনরুদ্ধার করা শহর ইজিয়াম পরিদর্শন শেষে বৃহস্পতিবার কিয়েভে ফিরছিলেন জেলেনস্কি। পথে ব্যক্তিগত একটি গাড়ির সঙ্গে জেলেনস্কিকে বহনকারী গাড়ির সংঘর্ষ হয়। এতে তিনি আহত হন।
দুর্ঘটনার পরপরই টেলিভিশনে প্রচারিত ভাষণে জেলেনস্কি বলেন, ‘খারকিভের আশেপাশের এলাকা থেকে মাত্র ফিরে এসেছি। পুরো অঞ্চল এখন দখলমুক্ত। এটি আমাদের একটি নজিরবিহীন অর্জন। রুশ সেনাদের হটিয়ে দিতে পেরেছে আমাদের সেনারা।’
আরও পড়ুন
বাড়তি দামে বিক্রি হচ্ছে খাসি-মুরগি-মাছ
হাসিনার মতো ‘বিশ্বস্ত মিত্র’কে হারানোর ঝুঁকি নেবে না ভারত
সাংবাদিকদের সাথে রংপুর পুলিশ সুপারের মতবিনিময়