January 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 23rd, 2022, 5:40 pm

সড়ক দূঘর্টনায় পঙ্গু ও অসহায় কর্মচারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক, রংপুর :

রংপুর মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের উদ্যোগে সড়ক দূঘর্টনায় পঙ্গু ও অসহায় কর্মচারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। গত মঙ্গলবার সন্ধ্যায় রংপুর মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের তালতলা হাড়িপট্টি রোড শাখায় সড়ক দূঘর্টনায় পা হারানো দোকান কর্মচারী হামিদুল ইসলাম রুবেলকে ইউনিয়নের কল্যাণ তহবিল থেকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এর আগে গত সোমবার ইউনিয়নের সেন্ট্রাল রোডস্থ কার্যালয়ে রংপুর রেল স্টেশন বাজারের অসহায় দোকান কর্মচারী নুরুল ইসলাম নুরুকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ জাহেরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মজাহারুল ইসলাম মন্টু, সহ-সভাপতি আশরাফুল ইসলাম, সহ-সম্পাদক ফরহাদ হোসেন, অর্থ সম্পাদক আখতার হোসেন, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম রবি, প্রচার সম্পাদক পলাশ খান, তালতলা হাড়িপট্টি রোড শাখার সভাপতি রোকুনুজ্জামান, উপদেষ্ঠা হৃদয় ইসলাম,সহ-সভাপতি আফজাল হোসেন ও দপ্তর সম্পাদক বকুল চন্দ্র রায়সহ অন্যান্য কর্মচারী নেতৃবৃন্দ।