অনলাইন ডেস্ক :
হকি এএইচএফ কাপ অনূর্ধ্ব-২১ জুনিয়র টুর্নামেন্টে বাংলাদেশের শুরুটা হয়েছে দারুণ। ওমানে প্রথম ম্যাচেই হংকং চায়নাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে। শুক্রবার (৬ জানুয়ারী) ম্যাচের প্রথম কোয়ার্টারেই বাংলাদেশ দুই গোলে এগিয়ে ছিল। গোলও তুলে নেয় প্রথম মিনিটে। আক্রমণ থেকে গোলটি করেছেন মোহাম্মদ আলী। নয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ হাসান। দ্বিতীয় গোলও আসে আক্রমণ থেকে। দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ তৃতীয় গোল তুলে নেয়। ২০ মিনিটের সময় এই গোলটি আসে পেনাল্টি কর্নার থেকে। আমিরুল ইসলাম পেনাল্টি কর্ণার থেকে স্কোর ৩-০ করেছেন। এই স্কোরলাইন নিয়ে বিরতিতে যায় দুই দল। তৃতীয় কোয়ার্টারে কোনো দল লক্ষ্যভেদ করতে পারেনি। তবে চতুর্থ কোয়ার্টারে তুলে নেয় চতুর্থ গোল। ম্যাচ শেষ হওয়ার ৪ মিনিট আগে মোহাম্মদ আলী আক্রমণ থেকে স্কোরলাইন ৪-০ করেছেন। শেষ মিনিট পর্যন্ত এই স্কোরলাইন নিয়েই মাঠ ছেড়েছে মামুনুর রশীদের দল। আজ শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ গ্রুপের দ্বিতীয় ম্যাচ খেলবে।
আরও পড়ুন
জয় দিয়ে টি–টুয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের
তামিমের অর্ধশতকে দেড়শ’র আগেই থামল ঢাকা
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা