November 27, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 27th, 2025, 3:10 pm

হংকংয়ে বহুতল ভবনে আগুনে নিহত বেড়ে ৫৫, নিখোঁজ ২৭৯ জন

হংকংয়ের তাই পো ডিস্ট্রিক্টের সরকারি আবাসিক কমপ্লেক্স ওয়াং ফুক কোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৫৫–এ দাঁড়িয়েছে। টানা ১৮ ঘণ্টা ধরে জ্বলা এই আগুন নিয়ন্ত্রণে আনতে ৮০০-র বেশি দমকলকর্মী কাজ করছেন।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, আটটি ৩১ তলা টাওয়ার ব্লক নিয়ে গঠিত ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সটি ২০২১ সালের আদমশুমারি অনুযায়ী প্রায় ৪ হাজার ৬০০ বাসিন্দার জন্য তৈরি ১,৯৮৪টি অ্যাপার্টমেন্ট নিয়ে গঠিত। এখনও পর্যন্ত ৫৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে, পাশাপাশি ২৭৯ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভবন থেকে উদ্ধার করা ৪৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

চীনা রাষ্ট্রীয় সম্প্রচার সিসিটিভি জানিয়েছে, ঘটনাটি নিয়ে প্রেসিডেন্ট শি জিনপিং শোক প্রকাশ করেছেন। অগ্নিকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে একটি নির্মাণ কোম্পানির তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে—এদের মধ্যে দুইজন পরিচালক ও একজন ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্ট। অভিযোগ রয়েছে, টাওয়ার ব্লকের সংস্কারকাজে তাঁরা আগুন দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ায় এমন উপকরণ—যেমন বাঁশ ও পলিস্টাইরিন ফোম—ব্যবহার করেছিলেন।

১৯৮৩ সালে নির্মিত এই ভবনগুলোতে সংস্কার চলছিল, এবং বাইরে থেকে পুরো কাঠামো বাঁশের স্ক্যাফোল্ডিং দিয়ে মোড়ানো ছিল। বুধবার স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে আগুন লাগার পর বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে, বাঁশের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দেশটির ফায়ার ডিপার্টমেন্ট অগ্নিকাণ্ডটিকে ‘লেভেল ফাইভ’—হংকংয়ের সর্বোচ্চ ঝুঁকির পর্যায়—হিসেবে শ্রেণিবদ্ধ করেছে। ১৭ বছর পর দেশে আবার এমন ভয়াবহ অগ্নিকাণ্ড দেখা গেল।

রাতভর উদ্ধার অভিযান চলতে থাকে, এ সময় এক শিশু ও এক বৃদ্ধাকে জীবিত উদ্ধার করা হয়। আগুন নেভানোর সময় প্রাণ হারানো ৩৭ বছর বয়সী এক দমকলকর্মীর প্রতি সরকার শ্রদ্ধা জানায় এবং তাঁকে “নিবেদিত প্রাণ ও সাহসী” হিসেবে উল্লেখ করে।

স্থানীয় এক কাউন্সিলর জানান, ভেতরে থাকা স্বজনদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় বহু বাসিন্দা কর্তৃপক্ষের কাছে সাহায্য চেয়েছে। দুর্ঘটনার জেরে আশপাশের স্কুলগুলোতে ক্লাস স্থগিত করা হয়েছে। হংকং শিক্ষা ব্যুরোর একজন মুখপাত্র জানান, জরুরি যানবাহনের চলাচলে যাতে বাধা না হয় সে জন্য ১৩টি স্কুলে ক্লাস বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি আহত শিক্ষার্থীদের সহায়তায় আশ্রয়কেন্দ্রে শিক্ষামনোবিজ্ঞানীদের পাঠানো হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ এখনো তদন্তাধীন। তবে পুলিশ জানিয়েছে, সংস্কারকাজের কারণে ভবনের জানালা পলিস্টাইরিন বোর্ড দিয়ে বন্ধ ছিল—যা আগুন দ্রুত ছড়িয়ে পড়ার অন্যতম কারণ হতে পারে।

এনএনবাংলা/