October 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 22nd, 2025, 7:27 pm

হংকংয়ে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান

 

এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত ও পাকিস্তান হংকংয়ে অনুষ্ঠিত হতে যাওয়া সিক্সেস ক্রিকেট টুর্নামেন্টে মুখোমুখি হচ্ছে।

দুই দেশের রাজনৈতিক ও সীমান্ত সম্পর্কের প্রভাব সবসময় খেলাধুলাতেও প্রতিফলিত হয়ে আসছে, যা এই ম্যাচকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে।

সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ না হওয়ায় ভক্তদের জন্য জাতীয় দলের খেলা দেখার সুযোগ সীমিত থাকে। তবে এবার হংকং সিক্সেস টুর্নামেন্টে জাতীয় দলের বাইরেও দুই দেশের খেলোয়াড়দের খেলা দেখার সুযোগ মিলবে।

৭ নভেম্বর হংকংয়ের টিন কোয়াং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে শুরু হবে এই ম্যাচ, যেখানে ভারত ও পাকিস্তান ছয়-ওভারের ফরম্যাটে মুখোমুখি হবে। মোট ১২টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।

পাকিস্তানের নেতৃত্ব দেবেন আব্বাস আফ্রিদি এবং ভারতের নেতৃত্বে থাকবেন দিনেশ কার্তিক।

দিনেশ কার্তিক জানিয়েছেন, ভারতীয় দলের নেতৃত্ব দেওয়া আমার জন্য বড় সম্মানের। হংকং সিক্সেস এমন একটি টুর্নামেন্ট, যার ইতিহাস ও মর্যাদা উভয়ই সমৃদ্ধ। আমি চাই আমরা এমন ক্রিকেট খেলি যা প্রতিটি দর্শক উপভোগ করবে—দুঃসাহসী ও আনন্দমুখর ক্রিকেট।

পুলের বিভাজন:

পুল এ: আফগানিস্তান, নেপাল, দক্ষিণ আফ্রিকা

পুল বি: অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত

পুল সি: ভারত, পাকিস্তান, কুয়েত

পুল ডি: বাংলাদেশ, হংকং, শ্রীলঙ্কা

এনএনবাংলা/