October 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 20th, 2025, 4:42 pm

হংকংয়ে রানওয়ে থেকে সমুদ্রে ছিটকে পড়লো কার্গো বিমান , নিহত ২

 

হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে গিয়ে সরাসরি সমুদ্রে পড়ে যায়। এতে বিমানবন্দরের দুই নিরাপত্তাকর্মী প্রাণ হারিয়েছেন।

দেশটির দমকল বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার মাত্র দুই মিনিটের মধ্যেই তারা ঘটনাস্থলে পৌঁছে যান। উদ্ধারকারীরা জানান, বিমানটি আঘাতে দ্বিখণ্ডিত হয়ে যায় এবং এর একটি অংশ সমুদ্রের পানিতে ভেসে ছিল।

বিবিসির খবরে জানা গেছে, দুর্ঘটনাকবলিত বিমানটি এমিরেটস ফ্লাইট ইকে ৯৭৮৮, বোয়িং ৭৪৭-৪৮১ মডেলের। এটি দুবাই থেকে হংকংয়ে আসে এবং তুরস্কের কার্গো এয়ারলাইন এয়ার এসিটির মালিকানাধীন।

বিমানটিতে থাকা চারজন ক্রু অলৌকিকভাবে বেঁচে গেছেন। তারা দরজা ভেঙে বাইরে বেরিয়ে আসেন এবং পরে উদ্ধারকর্মীরা তাদের নিরাপদে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সময় আবহাওয়া স্বাভাবিক ছিল এবং এর কারণে অন্য কোনো ফ্লাইট চলাচলে প্রভাব পড়েনি। ১৯৯৮ সালে হংকং বিমানবন্দর চালু হওয়ার পর এটি এ ধরনের দ্বিতীয় বড় দুর্ঘটনা।

এমিরেটস এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে অবতরণের সময় তাদের কার্গো বিমানটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিমানবন্দরে ২১৩ জন দমকল কর্মী ও প্রাথমিক চিকিৎসা সেবা কর্মকর্তাকে মোতায়েন করা হয়েছে।

বিমানটি সম্পর্কে তথ্য

বোয়িং ৭৪৭-৪৮১ মডেলের এই বিমানটি মূলত যাত্রীবাহী হিসেবে তৈরি হয়েছিল। পরবর্তীতে এটিকে মালবাহী কার্গো বিমানে রূপান্তর করা হয়। এয়ারক্রাফট ট্র্যাকিং সাইট এয়ারফ্লিটস-এর তথ্যমতে, ১৯৯৩ সালে তৈরি হওয়া এই বিমানটির বয়স ৩০ বছরেরও বেশি।

গত তিন দশকে এটি একাধিক এয়ারলাইন্সের বহরে ছিল—এর মধ্যে রয়েছে জাপানের অল নিপ্পন এয়ারওয়েজ এবং সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স (সৌদিয়া)। সর্বশেষ এটি এমিরেটস স্কাইকার্গোর ইকে ৯৭৮৮ ফ্লাইট হিসেবে পরিচালিত হচ্ছিল।

রোববার দুবাই থেকে উড্ডয়ন করে সোমবার স্থানীয় সময় ভোর ৩টা ৫০ মিনিটে বিমানটি হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, এয়ার এসিটির বহরে একই ধরনের আরও একটি বোয়িং বিমান রয়েছে।

হংকং বিমানবন্দরের নির্বাহী পরিচালক স্টিভেন ইয়ু জানান, অবতরণের পর বিমানটি রানওয়ে থেকে ছিটকে পাশের বেষ্টনীতে ধাক্কা দেয়। দুর্ভাগ্যজনকভাবে সে সময় সেখানে একটি এয়ারপোর্ট সিকিউরিটি পেট্রল কার অবস্থান করছিল। বিমানটির আঘাতে সেটিও সমুদ্রে পড়ে যায়।

দুর্ঘটনায় নিহত দুই গ্রাউন্ড স্টাফের একজনের ৭ বছরের এবং অন্যজনের ১২ বছরের অভিজ্ঞতা ছিল। ইয়ু আরও বলেন, অবতরণের সময় বিমানটি কোনো বিপদ সংকেত পাঠায়নি।

এনএনবাংলা/