January 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 15th, 2021, 7:51 pm

হইচইয়ের সিরিজে ঢাকার তিন নায়িকা

অনলাইন ডেস্ক :

চরের গল্পে নির্মিত হতে যাচ্ছে ওয়েব সিরিজ ‘বলি’ (BOLI- Bustard of lonely iland)। এটি পরিচালনা করবেন শংখ দাশ গুপ্ত। ভারতের জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম হইচই এর জন্য নির্মিতব্য এ সিরিজে অভিনয় করতে যাচ্ছেন চঞ্চল চৌধুরী। শুধু তাই নয়, ৭ পর্বের এ সিরিজে থাকছেন তিন নায়িকা। তারা হলেন সোহানা সাবা, সাফা কবির ও মৌসুমি মৌ। জানা যায়, এতে আরও অভিনয় করবেন জিয়াউল হক পলাশ। একাধিক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, মঙ্গলবার থেকে ঢাকার অদূরে কুয়াকাটায় শুরু হয়েছে সিরিজটির শুটিং। সেখানে শুটিং চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এদিকে মঙ্গলবার শুটিং স্পটে পৌঁছে নিজের ফেসবুকে পোস্ট করেন চঞ্চল চৌধুরী। সেখানে পরিচালকের সঙ্গে এটি তার প্রথম ও হইচই এর জন্য দ্বিতীয় কাজ বলে জানান তিনি। অন্যদিকে, মঙ্গলবার সকালের ফ্লাইটে কুয়াকাটা পৌঁছান সিরিজটির তিন নায়িকা। এ বিষয়ে নির্মাতা শংখ দাশ গুপ্ত বলেন, এখন এতটুকুই বলতে পারি যে হইচই এর জন্য একটি সিরিজ নির্মাণ করতে যাচ্ছি। এখন আমি কুয়াকাটাতে রয়েছি। এর বেশি কিছু বলতে পারছি না আপাতত। এ বিষয়ে সাফা কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে আমি এখন কিছুই বলতে পারবো না। শুটিং শেষ হলে চলতি বছরের ডিসেম্বরে এটি মুক্তি পেতে পারে বলে জানা যায়।