এই বছরের হজের নিবন্ধনের কার্যক্রম ১৬ মে থেকে শুরু হবে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
করোনার কারণে গত দুই বছর বন্ধ থাকার পর সৌদি আরবে পবিত্র হজ পালন করতে ইচ্ছুক এমন হজযাত্রীদের ১৮ মে’র মধ্যে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং টাকা জমা দেয়ার সময়সীমাও এটি।
মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, হজযাত্রী হিসেবে নিবন্ধনের জন্য প্রার্থীর কমপক্ষে সাত মাসের মেয়াদের (৪ জানুয়ারি ২০২৩ পর্যন্ত) একটি পাসপোর্ট থাকতে হবে। নিবন্ধনের পর কোনো প্রার্থী যদি হজে যেতে না পারেন তাহলে কেবল বিমানভাড়া ও খাবার বাবদ গ্রহণ করা টাকা ফেরত দেয়া হবে। তবে কোনো প্রার্থী যদি বিমানের টিকিট নিশ্চিত হওয়ার পর হজযাত্রা বাতিল করেন তাহলে তিনি সেই টিকিটের টাকা ফেরত পাবেন না।
এছাড়া কোরবানির উদ্দেশে প্রত্যেক হজযাত্রীকে অতিরিক্ত ৮১০ সৌদি রিয়াল সঙ্গে নিতেও বলা হয়েছে।
আরও পড়ুন
পার্লারের ওয়াশরুমে তরুণীর মরদেহ, চিরকুটে হতাশার বার্তা
ঝিনাইদহে বন্দুকের গুলিতে ব্যবসায়ীর আত্মহত্যা
১০১ কোটি টাকা ব্যয়ে নতুন সরকারের মন্ত্রীদের জন্য কেনা হচ্ছে ৬০ পাজেরো