নিজস্ব প্রতিবেদক
হজ্ব এজেন্সির কোটা নিয়ে সৃষ্ট সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নিমিত্তে সাধারণ হজ্ব এজেন্সির মালিকবৃন্দের আয়োজনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি রেষ্টুরেন্টে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হাবের প্রতিষ্ঠাতা সভাপতি ড. মোহাম্মদ ফারুক।হাবের সদস্য মো. মহিউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, হাবের সাবেক সভাপতি ইব্রাহিম বাহার, ফারুক আহমেদ সরদার, হাবলের সাবেক মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার, সাবেক সহ-সভাপতি কাজী মফিজুর রহমান, মাওলানা ফজলুর রহমান ও সাবেক কার্যনির্বাহী সদস্য মেজবাহ্ উদ্দিন সাঈদ প্রমুখ।

আরও পড়ুন
হজে দুরারোগ্য রোগে আক্রান্তদের অনুমতি দেবে না সৌদি সরকার
আল্লাহর রাসুলের কালজয়ী বিদায় হজের ভাষণ
ওমরাহ ভিসার মেয়াদ কমালো সৌদি আরব