April 21, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, April 21st, 2025, 5:49 pm

হঠাৎ কক্সবাজারে পরীমণি! কাকে দিলেন সারপ্রাইজ?

 

বেশ কিছুদিন ধরে আবারও সংবাদের শিরোনাম ঢাকাই ছবির আলোচিত চিত্রনায়িকা পরীমণি। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে তার দুটি পোস্ট নানা জল্পনা সৃষ্টি করে নেটিজেনদের মাঝে। তাদের ধারণা, তরুণ গায়ক শেখ সাদীর সঙ্গে নায়িকার সম্পর্কে ফাটল ধরেছে, আর তেমন কিছুরই ইঙ্গিত দিয়েছেন পরীমণি।

এমন আবহের মাঝে ঢাকার বাইরে অবস্থান করছেন পরীমণি। ফেসবুক স্ক্রল ঘুরে দেখা যায়, ১৮ এপ্রিল ঢাকা ছাড়েন পরীমণি। এরপর ওইদিনই দিবাগত রাত পৌনে ২টায় ফেসবুক লাইভে আসেন। সেখানে তিনি জানান, নিজের ম্যানেজারকে জন্মদিনের সারপ্রাইজ দিতে কক্সবাজার পাড়ি জমিয়েছেন নায়িকা।

একজন দায়িত্বশীল মানুষ হিসেবে সুনাম আছে পরীর। বিশেষ করে সম্পর্কের যত্ন নিতে চেষ্টা করেন তিনি। কাছের মানুষদের ঘিরে দেখা যায় তার নানা আয়োজন। তারই ধারাবাহিকতা দেখালেন ম্যানেজারের জন্মদিনে।

পোস্ট করা ভিডিওতে এই নায়িকা বলেন, ‘আমার যে ম্যানেজার (নাম তুরান), যিনি আমার সবকিছু ম্যানেজ করেন আজ তার জন্মদিন। তাই হঠাৎ করেই কক্সবাজার এসে ওর (তুরানের) জন্মদিনটা সেলিব্রেট করছি।’

জানা গেছে, বিশেষ আয়োজনে ম্যানেজারের জন্মদিন পালন করার পর সেখানেই দুই সন্তানকে নিয়ে কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করছেন অভিনেত্রী। ২০ এপ্রিল ফেসবুকে একটি ভিডিও আপলোড করেন পরী। সেখানে দেখা যাচ্ছে, ছেলে পূণ্যকে নিয়ে বৃষ্টি উপভোগ করছেন এই নায়িকা।

সোমবার (২১ এপ্রিল) কক্সবাজারেই অবস্থান করছেন তিনি। সেখান থেকে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন সকালের সুন্দর মুহূর্ত। সবুজ রংয়ের টি-শার্ট পরা চারটি ছবি পোস্ট করেন পরীমণি। সিম্পল, ফিটিং আউটফিটেই এদিন নিজেকে ধরা দেন নায়িকা। পরনে সবুজ টি শার্ট, নানা পোজ দিয়ে সেলফিতে নিজেকে মেলে ধরলেন নায়িকা। আর ক্যাপশনে লেখেন ‘সকাল সকাল’।

পরীমণির এই ছবিগুলো প্রকাশ্যে আসতেই একরকম তোলপাড় নেটমাধ্যম, আসে নানা মিশ্র প্রতিক্রিয়াও। নায়িকার মোহনীয় অবতার যেমন ভক্তদের মনে নাড়া দেয়, তেমনি নায়িকাকে নিয়ে নেতিবাচক মন্তব্যও করেন কেউ কেউ।