ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত নতুন সিনেমা ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ কাজ শুরু করেছিলেন। ভারতের উত্তরবঙ্গে ভরা বর্ষায় চলছিল সিনেমার শুটিং।
এর মাঝেই হঠাৎ বিপত্তি ঘটে যায়। শুটিংয়ের মাঝেই চোখে ব্যাপক যন্ত্রণা শুরু হয় অভিনেত্রীর। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিনেত্রীর চোখে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে বলে একটি সূত্র জানাচ্ছে।
নিজের ইনস্টাগ্রামে অভিনেত্রী জানিয়েছেন নিজের শারীরিক অবস্থার কথা। তিনি জানিয়েছেন মারাত্মক ক্ষতি হয়েছে কর্নিয়ায়। রীতিমতো যন্ত্রণায় কাতর অভিনেত্রী। বলেন, আমি বুঝি, সব ঘটনার পিছনে কোনো একটা কারণ থাকে। গতকাল আমি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ ছবির শুটিং করছিলাম। হঠাৎ অসহ্য যন্ত্রণা শুরু হয়। মনে হচ্ছিল, পৃথিবীর সবচেয়ে কঠিন যন্ত্রণা। সঙ্গে সঙ্গে আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন
তাহসানের সঙ্গে বিচ্ছেদ মানতে পারছিলেন না মিথিলা
সন্তান দত্তক নেবেন জয়া!
চলচ্চিত্র অনুদান কমিটি থেকে পদত্যাগ করলেন মম