অনলাইন ডেস্ক :
প্রয়াত তামিল অভিনেত্রী দীপা। গত রোববার চেন্নাইয়ে বিরুগমবক্কমের বাড়ি থেকে উদ্ধার করা হয় তার মৃতদেহ। তার বয়স হয়েছিল ২৯ বছর। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। ময়নাতদন্তের জন্য তার মৃতদেহ একটি সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, প্রেম সম্পর্কিত সমস্যার কারণে মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন তিনি। সেই হতাশা থেকেই আত্মহত্যার পথ বেছে নেন। ইতোমধ্যেই পুলিশ তার মৃত্যুর মামলা দায়ের করেছে। ঘটনাটির তদন্ত চলছে। চেন্নাইয়ের মাল্লিকাই অ্যাভিনিউয়ের বাড়িতে কিছু দিন ধরে একা থাকছিলেন দীপা। দীর্ঘ সময় ফোন না ধরায় দীপাকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তার পরিবারের সদস্যরা। এর পরেই অভিনেত্রীর বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, দীপার মৃতদেহের পাশে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। সেখানেই তার মৃত্যুর কারণ লিখে গিয়েছেন তিনি। প্রেমিকের নাম না লিখে সারা জীবন তাকে ভালোবাসার কথা লিখেছেন তিনি। অভিনয়ের দিয়ে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করছিলেন দীপা। পলিন জেসিকা নামে পরিচিতি পেয়েছিলেন তিনি। সম্প্রতি ‘বৈধা’ নামে একটি ছবিতে অভিনয় করে প্রশংসিত হন। সূত্র: হিন্দুস্তান টাইমস।
আরও পড়ুন
‘ইচ্ছে করেই পোশাক পরিবর্তনের ভিডিও ফাঁস করেছিলাম’
‘আপনাদের মন বলতে কিছু নেই’
প্রতিবছরই এভাবেই বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান: তমালিকা