December 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 17th, 2024, 7:53 pm

হত্যাকাণ্ডের নিন্দা ও সর্বোচ্চ আদালতের রায় আসার পযর্ন্ত ধৈয্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক :

জাতির উদ্দেশে বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় ভাষণ  দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাংলাদেশ টেলিভিশনসহ দেশের অন্য সম্প্রচার মাধ্যমগুলোতে প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি প্রচার করে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে হত্যা ও সংঘাতের নিন্দা জানান তিনি এবং বিচারবিভাগীয় তদন্তের ঘোষণা দেন। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে আন্দোলনকারীদের সর্বোচ্চ আদালতের রায় আসার পযর্ন্ত ধৈয্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আপনজন হারানোর কষ্ট আমার চেয়ে ভাল আর কে জানে। অহেতুক কতগুলো মূল্যবান জীবন ঝড়ে গেল। আমি এই হত্যাকাণ্ডের নিন্দা জানাই। যা ঘটেছে তা কাম্য ছিল না।

“আমার বিশ্বাস তারা ন্যায়বিচার পাবে, হতাশ হতে হবে না।”