July 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, July 13th, 2025, 4:10 pm

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন অপু বিশ্বাস

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানায় এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়েছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। রোববার (১৩ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে আত্মসমর্পণ করলে মামলার শুনানি শেষে তার জামিন মঞ্জুর করা হয়।

এ সময় আদালতে অভিনেত্রী অপু বিশ্বাস উপস্থিত ছিলেন। পরে তার আইনজীবী আবুল বাশার কামরুল আদালতে জামিন চেয়ে আবেদন করলে বিচারপতি মোস্তাফিজুর রহমান তাকে জামিনের আদেশ দেন।

এদিকে রাষ্ট্রপক্ষ আইনজীবী অভিনেত্রীর জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। এর আগে অপু বিশ্বাস গত ২ জুন হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেন। গত বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মো. ওয়াহিদুজ্জামানের আদালতে উপস্থিত হয়ে জামিননামা দাখিল করেন অভিনেত্রী।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৯ জুলাই ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। তাদের ওপর গুলি চালানো হয়। এনামুল হকের পায়ে গুলি লাগে। তিনি হাসপাতালে চিকিৎসা নেন। পরে তিনি সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেন।

এ মামলায় অপু বিশ্বাস ছাড়াও আশনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, অভিনেতা জায়েদ খানসহ ১৭ জন তারকাকে আসামি করা হয়। মামলায় এসব অভিনেতা-অভিনেত্রীর বিরুদ্ধে আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। এরপর এ মামলায় গত ১৮ মে গ্রেফতার হন আরেক অভিনেত্রী নুসরাত ফারিয়া। পর দিন তাকে কারাগারে পাঠানো হয়। ২০ মে জামিনে মুক্তি পান অভিনেত্রী নুসরাত ফারিয়া।