March 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 6th, 2025, 3:37 pm

হত্যাচেষ্টা মামলায় তৌফিক-ই-ইলাহীর সাবেক পিএস কারাগারে

সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর ব্যক্তিগত সহকারী (পিএস) মো. মনোয়ার হোসেন। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক আদাবর থানার হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর সাবেক ব্যক্তিগত সহকারী (পিএস) মো. মনোয়ার হোসেনকে (৫০) কারাগারে পাঠিয়েছেন আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা বুধবার (৫ মার্চ) তাকে শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন। বৃহস্পতিবার (৬ মার্চ) আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ও আদাবর থানার উপ-পরিদর্শক মনমথ হালদার কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

গতকাল ভোর সাড়ে চারটায় ঢাকার আদাবর থানার বাইতুল আমান হাউজিং সোসাইটি থেকে তাকে গ্রেফতার করে আদাবর থানা­ পুলিশ।

মনোয়ার হোসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ছিলেন। তিনি বিগত সংসদ নির্বাচনে ধামরাই আসনের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। ২০০৯-১০ সালে সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর ব্যক্তিগত কর্মকর্তা (পিএস) হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।