September 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 15th, 2025, 1:34 pm

হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি পাভেল রিমান্ডে

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর নিউমার্কেট থানার হত্যাচেষ্টা মামলায় নীলফামারী-৩ আসনের সাবেক এমপি ও যুবলীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন পাভেলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ মিজবাহ উর রহমান এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপ-পরিদর্শক সিয়াম আহমেদ আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন।

আসামির পক্ষে এ সময় জামিন আবেদন করেন অ্যাডভোকেট এমারত হোসেন বাচ্চু ও এস এম শরিফুল ইসলাম। অন্যদিকে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন রিমান্ড আবেদন সমর্থন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে পাভেলকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, গত বছরের ২ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে নিউমার্কেট ২ নম্বর গেটের সামনে ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে আসামিরা গুলি চালায়। এতে মামলার বাদী হাবিবুর রহমানসহ ঢাকা কলেজের শিক্ষার্থী মো. মাজেদুল ইসলাম, মেহেদী হাসান, মাহাবুব, নাহিদ, রাসেল, মিরাজ, ইডেন কলেজের সাম্মী আক্তার, সিটি কলেজের হাফিজা আক্তার ও জান্নাতুল ফেরদৌস নাঈমা আহত হন। এ ঘটনার পর গত বছরের ২৬ আগস্ট নিউমার্কেট থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়।

এনএনবাংলা/