বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যাসহ মোট পাঁচটি মামলায় জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী।
রোববার (৯ নভেম্বর) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে, গত ৯ মে শহরের পশ্চিম দেওভোগে নিজ বাসা থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে মিনারুল হত্যা মামলায় আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পরবর্তীতে ২৭ মে ওই মামলায় দুই দিনের রিমান্ড শেষে আবারও আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
হাসিনাসহ রেহানা পরিবারের তিন মামলায় আরও ২২ জনের সাক্ষ্য
কোনো কবরস্থানে আমার ভাইয়ের লাশ দাফন করতে দেয়নি আওয়ামী লীগ: মীর স্নিগ্ধ
দুদকের ইতিহাসে সবচেয়ে বড় অংকের অর্থ আত্মসাতের মামলায় এস আলমসহ ৬৭ জন