January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, May 16th, 2024, 1:24 pm

হবিগঞ্জে আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা সমাপ্ত

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

শফিকুল বারী চৌধুরী (মেহেদী) মেমোরিয়াল সিলেট বিভাগীয় আন্তর্জাতিক র‌্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা ২০২৪ এর পুরস্কার বিতরণী সভা ১১ মে শনিবার রাত ৮টায় হবিগঞ্জ বার লাইব্রেরী হলরুমে অনুষ্টিত হয়।

দাবা সংগঠক মো: আব্দুর রব এর সভাপতিত্বে ও দাবাড়ু এডভোকেট কামরুজ্জামান এমরান এর পরিচালনায় অনুষ্টিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এসিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য মো: মছব্বির আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর ইউনয়ন পরিষদের চেয়ারম্যন শেখ মিজানুর রহমান, বাংলাদেশ দাবা ফেডারেশনের সাবেক সদস্য শাহ মাহফুজুল করিম, তাওহীদ ইসলাম দাবা একাডেমীর প্রতিষ্টাতা পরিচালক মো: তাওহীদ ইসলাম প্রমুখ।

এর আগে সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্ভোধন করেন এডভোকেট মো: আবু জাহির এমপি। বিশেষ অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে দাবা ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মল্লিক দীপু, এসিপিবির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো: আসাদুজ্জামান আসাদ, হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: বদরুল আলম, এডভোকেট মোছাব্বির বকুল, হবিগঞ্জ জেলা প্রাক্তণ খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি এডভোকেট পূন্যব্রত চৌধুরী বিভু।

৭ রাউন্ড সুইসলীগ পদ্ধতিতে অনুষ্টিত দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়নহোন সুনামগঞ্জের দাবাড়ু কেন্ডিডেট মাস্টার সাইফুল ইসলাম চৌধুরী, ২য় হোন সিলেটের দাবাড়ু আসাদুজ্জামান আহাদ, ৩য় হোন সিলেটের দাবাড়ু সনাতন জাহিদ, ৪র্থ হোন সুনামগঞ্জের দাবাড়ু টুটুল ধর, ৫ম হোন হবিগঞ্জের দাবাড়ু শেখ মো: সাদ্দাম হোসাইন, ৬ষ্ট হোন মৌলভীবাজারের দাবাড়ু দেলোয়ার হোসেন চৌধুরী, ৭ম হোন সুনামগঞ্জের দাবাড়ু শাহ মাহফুজুল করিম, ৮ম হোন হবিগঞ্জের দাবাড়ু শেখ মিজানুর রহমান মিজান, ৯ম হোন মৌলভীবাজারের দাবাড়ু শাহ মো: সাইফুল আলী, ১০ম হোন একই জেলার মো: মহসিন আলী। খেলায় প্রধান আর্বিটারের দায়িত্ব পালন করেন বিকাশ রঞ্জন দাস। উক্ত দাবা প্রতিযোগিতায় সিলেট বিভাগের ৮০ জন দাবাড়ু অংশ গ্রহন করেন।