হবিগঞ্জে লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে হিরাজ মিয়া নামে এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় জনতার হাতে আব্বাছ মিয়া নামে আরও এক ডাকাত আটক হয়েছেন।
মঙ্গলবার (২৬ মার্চ) রাত ১১টার দিকে উপজেলায় লোকড়া-মাদনা সড়কের ঝনঝনিয়া সেতু এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত ডাকাত হিরাজ সদর উপজেলার ধল গ্রামের জজ মিয়ার ছেলে এবং আব্বাছ একই গ্রামের মস্তু মিয়ার ছেলে।
লাখাই থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হায়দার বলেন, মঙ্গলবার রাতে ৮ থেকে ১০ জন ডাকাত লুকড়া-মাদনা সড়কের গোয়াখাড়া গ্রামের ঝনঝনিয়া ব্রীজের পাশে অবস্থান নেয়। ডাকাতদের উপস্থিতি বুঝতে পেরে এলাকার লোকজন ডাকাতদেরকে ধাওয়া করে হিরাজ মিয়া ও আব্বাছ মিয়াকে আটক করে গণপিটুনী দেয়।
খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই ডাকাতকে উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ঐদিন রাত ৩টার দিকে হাসপাতালের চিকিৎসক হিরাজ মিয়াকে মৃত ঘোষণা করেন।
নিহত হিরাজ মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২