হবিগঞ্জের লাখাই উপজেলায় সাবেক ও বর্তমান ইউপি সদস্যের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছে।এ ঘটনায় আহত হয়েছে আরও ২৫ জন।
বুধবার সকালে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।
নিহত জহিরুল ইসলাম (৩০) ওই গ্রামের আবু সিদ্দিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের সাবেক ইউপি সদস্য মজিবুর রহমান ও বর্তমান ইউপি সদস্য হিরা মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবত গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।
এর পূর্বেও উভয়পক্ষ বেশ কয়েবার সংঘর্ষে জড়িয়েছিল।
বুধবার (২৬ এপ্রিল) ফের তারা সংঘর্ষে জড়িয়ে পড়লে গুরুতর আহত হন বেশ কয়েকজন। এর মধ্যে জহিরুল ইসলামকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ওই এলাকায় ফের সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী