হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন। শুক্রবার জুমার নামাজ শেষে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে ছাত্ররা মিছিল নিয়ে শহরের প্রধান সড়কে একত্রিত হন। মিছিলটি আওয়ামী লীগ অফিসের কাছে পৌঁছালে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ বাধে।
একপর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা পিছু হটে। এর পরপরই আওয়ামী লীগের অফিসে আগুন অগ্নিসংযোগ করা হয়।
পুলিশ ঘটনাস্থলে যাওয়ার সময় মুসলিম কোয়ার্টারের সামনে প্রধান সড়কে ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
এ রিপোর্ট লেখার সময় থেমে থেমে সংঘর্ষ চলে। পুলিশের সঙ্গে বিজিবি ও র্যাব যোগ দিয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
দ্য টেলিগ্রাফ: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের মুখে শেখ হাসিনা
জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হলো: প্রধান উপদেষ্টা
এনসিপির না থাকাকে ‘ভুল বোঝাবুঝি’ বললেন মির্জা ফখরুল