হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে যাত্রীবাহী বাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টায় ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার উলুকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, ঢাকা থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাস ও সিলেট থেকে আসা পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিলেটগামী আরেকটি বাস পেছন দিক থেকে দুর্ঘটনা কবলিত বাসে ধাক্কা দেয়। এতে দুজন ঘটনাস্থলে এবং হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আরও দুজন মারা যান।
নিহতদের পরিচয় এখনও জানা যায়নি বলে জানান ওসি।
এদিকে এ দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয় জনগণ সড়ক অবরোধ করলে অজয় চন্দ্র দেব ও উবাহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রজব আলীসহ সংশ্লিষ্টরা পরিস্থিতি স্বাভাবিক করেন এবং সড়কে যান চলাচল শুরু হয়।
—-ইউএনবি
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২