জেলা প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজির সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার আন্দিউড়া উম্মেতুনেছা উচ্চবিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মোশারফ, জব্বার মিয়া ও রুপা আক্তার। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে সিলেটগামী সাগরিকা পরিবহনের একটি বাস আন্দিউড়া নামক স্থানে পৌঁছালে মাধবপুরগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই শিশু মোশারফ ও জব্বার মিয়ার মৃত্যু হয়। মাধবপুর থানার ওসি আবদুর রাজ্জাক জানান, খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুপা আক্তার নামে আরও একজন মারা যান।
আরও পড়ুন
হাসিনার ঘনিষ্ঠজনের কাছ থেকে লন্ডনে ফ্ল্যাট উপহার নিয়েছিলেন টিউলিপ
মেকআপ আর্টিস্টকে বিয়ের খবর ভাইরাল,এখনো হয়নি দাবি তাহসান এর
ট্রাম্পের হোটেলের সামনে টেসলার গাড়ি বিস্ফোরিত, চালক নিহত