January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 27th, 2021, 9:23 pm

হবিগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজির সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার আন্দিউড়া উম্মেতুনেছা উচ্চবিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মোশারফ, জব্বার মিয়া ও রুপা আক্তার। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে সিলেটগামী সাগরিকা পরিবহনের একটি বাস আন্দিউড়া নামক স্থানে পৌঁছালে মাধবপুরগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই শিশু মোশারফ ও জব্বার মিয়ার মৃত্যু হয়। মাধবপুর থানার ওসি আবদুর রাজ্জাক জানান, খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুপা আক্তার নামে আরও একজন মারা যান।