January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 24th, 2023, 7:33 pm

হবিগঞ্জে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

হবিগঞ্জের মাধবপুরে মালবাহী ট্রেনের বগি লাইনচ‍্যুত হয়েছে।

রবিবার (২৪ ডিসেম্বর) সকাল সোয়া ৯টায় আখাউড়া-সিলেট রেলওয়ে সেকশনের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

মনতলা স্টেশন মাস্টার আতাউর রহমান খাদেম বলেছেন, সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

তিনি জানান, কারিগরি ত্রুটির কারণে সকাল সোয়া ৯টায় আখাউড়া থেকে শ্রীমঙ্গল যাওয়ার পথে মনতলা স্টেশন অতিক্রম করার সময় জ্বালানি তেল বহনকারী ৯৬১ নম্বর মালগাড়িটির পেছনের গার্ড কমপার্টমেন্ট ট্রলির উপর থেকে বাইরে পড়ে যায়। এর ফলে ১ নম্বর লাইনটি বন্ধ রয়েছে, তবে অন্য লাইনে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন উদ্ধার কাজ চালাচ্ছে বলেও জানান তিনি।

—-ইউএনবি