হবিগঞ্জের বাহুবল উপজেলার গুঙ্গিয়াজুরী হাওরে বুধবার ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় চার নারী নিহত হয়েছেন।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান জানান, বিয়ের দাওয়াত দিয়ে স্নানঘাট গ্রামের আত্মীয়র বাড়ি থেকে ফেরার পথে সন্ধ্যা পৌনে ৭টার দিকে রউয়াইল গ্রামের কাছে তাদের নৌকাটি ডুবে যায়।
নিহতরা হলেন- কনে তৃনার মা জরিনা বেগম (৪৫), চাচি লেদি বেগম (৬০), আয়তুন্নেসা (৫০) ও হুর বানু (৫৫)। তারা সবাই হবিগঞ্জ সদর উপজেলার শিকারপুর গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় স্থানীয়রা শিশুসহ চারজনকে নিরাপদে উদ্ধার করেছেন বলেও জানান ওসি।
—ইউএনবি
আরও পড়ুন
আসেন দেশকে ভালোবাসি, নির্বাচনের ব্যবস্থা করি: ফারুক
পলকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা
হ্যাকারের টার্গেটে ৩০০ কোটি জি-মেইল অ্যাকাউন্ট