January 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 2nd, 2022, 7:27 pm

হবু বরকে প্রথম সামনে আনলেন অভিনেত্রী হংসিকা

অনলাইন ডেস্ক :

‘কোই মিল গ্যায়া’র সেই ছোট্ট মেয়েটিকে মনে পড়ে? তিনিই এখন একত্রিশের তরুণী। একেবারে বিয়ের সানাই বাজিয়ে শিরোনামে এলেন জনপ্রিয় অভিনেত্রী হংসিকা মোতওয়ানি। প্রেমিককে বিয়ে করতে যাচ্ছেন ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী হংসিকা মোতওয়ানি। হবু বরের নাম সোহেল কাঠুরিয়া। তিনি এ অভিনেত্রীর ব্যবসায়িক পার্টনারও। এবার প্রথম হবু বরকে পরিচয় করালেন হংসিকা। বুধবার (২ নভেম্বর) ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেন হংসিকা। তাতে দেখা যায়, প্যারিসের আইফেল টাওয়ারের পাশে বৃত্তাকারে ক্যান্ডেল জ¦ালানো। সেখানে শোভা পাচ্ছে গোলাপের পাপড়ি। এই বৃত্তাকারের বাইরে ইংরেজি হরফে লেখা: ‘ম্যারি মি।’ বৃত্তাকারের ভেতরে দাঁড়িয়ে আছেন হংসিকা। আর তার সামনে হাঁটু ভেঙে বসে প্রপোজ করছেন তার প্রেমিক সোহেল। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, হংসিকার হবু বরের নাম সোহেল কাঠুরিয়া। তিনি হংসিকার ব্যবসায়িক পার্টনার এবং তার খুব ভালো বন্ধু। আগামী ২ ডিসেম্বর জয়পুরে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়ে চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। বিয়েতে দুই পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।
জয়পুরের মুন্ডোটা ফোর্ট অ্যান্ড প্যালেস বিয়ের ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে। এখন বিয়ের প্রস্তুতি চলছে। ৪৫০ বছরের পুরোনো জয়পুরের মুন্ডোটা ফোর্ট অ্যান্ড প্যালেসের এক কর্মকর্তা কয়েক দিন আগে ইন্ডিয়া টিভিকে বলেন, ‘ডিসেম্বরে হংসিকার বিয়ে। এজন্য এই প্রাসাদের কক্ষ প্রস্তুত করা হচ্ছে। সংস্কৃতি সমৃদ্ধ এই নগরীতে অতিথিদের আগমন উপলক্ষে সব রকম আয়োজন চলছে।’ হৃতিক রোশন অভিনীত ব্যবসাসফল সিনেমা ‘কোই মিল গ্যায়া’। সিনেমাটিতে ছোট্ট টিনা চরিত্রে দর্শকের মন কেড়েছিল হংসিকা। ছোট্ট সেই টিনা এবার ঘর বাঁধতে যাচ্ছেন। টিভি সিরিয়ালে শিশুশিল্পী হিসেবে অভিনয় ক্যারিয়ার শুরু করেন হংসিকা। পরে চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে নাম লেখান। ২০০৭ সালে তেলুগু ভাষার ‘দেশামুড়ুরু’ সিনেমায় প্রথম নায়িকা চরিত্রে অভিনয় করেন। তারপর তামিল, মালয়ালম, কন্নড়, হিন্দি ভাষার অনেক সিনেমায় অভিনয় করেছেন। বর্তমানে তামিল-তেলুগু ভাষার সাতটি সিনেমার কাজ তার হাতে রয়েছে।