January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 20th, 2023, 7:46 pm

হরতালে চট্টগ্রামে ৩ বাসে আগুন

বিএনপি-জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় ও শেষ দিনে চট্টগ্রামে তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সেমাবার (২০ নভেম্বর) ভোরে উপজেলার কেঁওচিয়ায় মডেল মসজিদের সামনে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এটি দুর্ঘটনা না নাশকতা তা বলতে পারেনি ফায়ার সার্ভিস ও পুলিশ।

পুড়ে যাওয়া তিন বাসের মধ্যে দুইটি শ্যামলী ও একটি হানিফ পরিবহনের বাস রয়েছে। এসব বাস চট্টগ্রাম-কক্সবাজার সড়কে গণপরিবহন হিসেবে চলাচল করত।

সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আতাউল হক চৌধুরী বলেন, ‘পুড়ে যাওয়া বাসগুলো বড়, এগুলো মডেল মসজিদের একটু দক্ষিণে তাদের (মালিক) নিজস্ব ডিপোতে ছিল। ওদেরও পাহারাদার ছিল, তারা কিছু বলতে পারতেছে না। কীভাবে আগুন লেগেছে সেটা তদন্ত করা হচ্ছে।’

সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম হুমায়ুন কার্ণায়েন বলেন, সোমবার ভোরে আমরা খবর পেয়েছি। আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা বলা যাচ্ছে না।

—-ইউএনবি