ঝিনাইদহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর মারধরে আহত আসমানী খাতুন (৪০) নামে এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
এর আগে সোমবার হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের বেড়বিন্নী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আসমানী খাতুন ওই গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী।
নিহতের স্বামী জানান, পাড়ার ছেলেমেয়েদের খেলা নিয়ে রবিবার ওই গ্রামের উজ্জল হোসেনের স্ত্রী সুমাইয়া খাতুনের সঙ্গে আসমানীর কথা কাটাকাটি হয়। বিকালে আসমানী বাড়ির পাশের খালে গেলে সুমাইয়া তার পরিবারের সদস্যদের নিয়ে আসমানীকে মারধর করে গুরুতর আহত করে ।
আসমানীকে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। যেখানে আজ সকালে তার মৃত্যু হয়।
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সুমাইয়া ও তার পরিবারের সদস্যরা পলাতক আছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
—ইউএনবি
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২