রংপুর প্রতিনিধি:
জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা-ফেসিং প্রকল্পের আওতায় রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সোস্যাল ইক্যুআলিটি ফর ইফেকটিভ ডেভলপমেন্ট (সীড) এর আয়োজনে ও ডেমক্রেসিওয়াচ এর বাস্তবায়নে ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত গণশুনানিতে ইউপি চেয়ারম্যান চান মিয়া রাজু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউপির প্রশাসনিক কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক। গণশুনাণীতে উপস্থিত সেবাগ্রহীতাগণ সেবা সম্পর্কিত প্রশ্ন করেন এবং ইউপি চেয়ারম্যান ও সদস্যগণ এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ প্রশ্নের উত্তর দেন। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডেমক্রেসিওয়াচ (ফেসিং প্রকল্প) জেলা প্রোগ্রাম সমন্বয়কারী শামীমা আক্তার। এ সময় সদর উপজেলার নাগরিক প্লাটফর্ম এর সদস্য রনজিনা খাতুন, প্রকল্পের ফিল্ড সমন্বয়কারী দুলাল চন্দ্র বর্মণ ও রঞ্জিতা রানী দাসসহ ইউনিয়নের বিভিন্ন পেশার জনগণ, ইউনিয়নে সেবাকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন। গণশুনানিতে বক্তারা বলেন, জেন্ডার সমতা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। পরিবার থেকে সমাজ সবখানে নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা দূর করতে জনপ্রতিনিধি ও সেবাদানকারী প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
আরও পড়ুন
রংপুরে ভেজাল গুড় উৎপাদনের দায়ে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা
গঙ্গাচড়া যুব ফোরাম ও শিশু ফোরামের উদ্যোগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সামগ্রী উপহার
সমাজ উন্নয়নে স্কাউটদের ভূমিকা শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত