January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, August 28th, 2021, 7:28 pm

হলিউডে পা রাখতে যাচ্ছেন প্রভাস

অনলাইন ডেস্ক :

ভারতের তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাস হলিউডের এক বড় প্রযোজনা সংস্থা থেকে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন। শোনা যাচ্ছে, এটি একটি ভৌতিক ছবি। একটি সংবাদপত্রের খবর অনুযায়ী ইতিমধ্যেই নাকি ছবির চিত্রনাট্য তারা প্রভাসকে পাঠিয়েছে। চিত্রনাট্যের পছন্দ হলে ‘বাহুবলি’ অভিনেতা খুব শীঘ্রই হলিউডে পা রাখতে চলেছেন। এই মুহূর্তে প্রভাসের ঝুলিতে বেশ কয়েকটি ছবির কাজ রয়েছে। জানা যাচ্ছে ২০২৫ সাল পর্যন্ত এই অভিনেতার অত্যন্ত ব্যস্ত সিডিউল। এই অবস্থায় হলিউড ছবিটিতে কিভাবে তিনি সময় দেবেন তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। প্রভাসের ‘রাধে শ্যাম’ ছবিটির মুক্তির অপেক্ষায়। পাশাপাশি তিনি ‘কেজিএফ’ সিনেমা খ্যাত প্রশান্ত নীলের ‘সালার’ ছবিটির শুটিং করছেন। অন্য একটি ছবিতে তাকে রামের চরিত্রে দেখা যাবে। এই ছবিতে সীতার চরিত্রে অভিনয় করবেন কৃতী শ্যানন। পর্যায় রাবণের চরিত্রে দেখা যাবে সাইফ আলী খানকে। এছাড়াও নাগ অশ্বিনের একটি সায়েন্স ফিকশন ছবিতে প্রভাসকে দেখা যাবে। ছবিটিতে প্রভাস ছাড়াও থাকবেন অমিতাভ বচ্চন ও দীপিকা পাড়ুকোন। সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ভারতীয় অভিনেতার একজন তিনি। ভক্তদের কাছে তিনি ‘ইয়ং রেবেল’ হিসেবেই পরিচিত।