অনলাইন ডেস্ক :
হলিউড অভিনেত্রী রেবেল উইলসন শুটিংয়ের সময় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার ভোরে তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করে নিজেই এ দুর্ঘটনার কথা জানান অভিনেত্রী। পিংক ভিলার প্রতিবেদন অনুযায়ী ‘ব্রাইড হার্ড’ সিনেমার শুটিংয়ে স্টান্ট পারফর্ম করতে গিয়ে অভিনেত্রী রেবেল উইলসন আহত হন। সেখান থেকে তাকে হসপাতালে যেতে হয়েছে। দুর্ঘটনায় আহত হয়ে মুখে তিনটি সেলাই পড়েছে রেবেলের। হাসপাতালে রাতও কাটাতে হয়েছে তাকে। ইনস্টাগ্রাম স্টোরির ক্যাপশনে রেবেল লেখেন, এইভাবে ছবির শুটিং শেষ করার কথা ভাবিনি।
জানা গেছে, ভোর ৪টা নাগাদ জর্জিয়ার সাভানায় শুটিং চলছিল ছবিটির। এতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন ‘পিচ পারফেক্ট’ খ্যাত এ নায়িকা। শুটিং চলাকালীন একটি স্টান্ট পারফর্ম করার সময় আহত হন রেবেল। সাইমন ওয়েস্ট পরিচালিত ‘ব্রাইড হার্ড’ ছবিতে কাজ করছেন জেফ চেজও। ‘পিচ পারফেক্ট’ সিরিজের মাধ্যমে দর্শকের নজরে এসেছিলেন রেবেল। ২০১৯ সালে প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের সঙ্গে ‘ইজন্ট ইট রোমান্টিক’ সিনেমায়ও দেখা গিয়েছিল রেবেলকে।
আরও পড়ুন
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত
শক্তিমান অভিনেতা প্রবীর মিত্র আর নেই