অনলাইন ডেস্ক :
গুরুতর লিগামেন্ট ইনজুরিতে থিয়াগো সিলভা। ব্রাজিলিয়ান সেন্টার-ব্যাক সিলভা গত সপ্তাহের টটেনহ্যামের বিরুদ্ধে প্রিমিয়ার লিগে ২-০ গোলের পরাজয়ের ম্যাচটিতে হাঁটুর গুরুতর লিগামেন্ট ইনজুরিতে আক্রান্ত হয়েছেন বলে চেলসির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। ৩৮ বছর বয়সী সিলভা ব্লুজদের পরাজয়ের ম্যাচটিতে প্রথমার্ধেই মাঠ ত্যাগে বাধ্য হন। যদিও চেলসির পক্ষ থেকে জানানো হয়নি পিএসজি ও এসি মিলানের সাবেক এই ডিফেন্ডারকে কতদিন পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে। কিন্তু চাপে থাকা কোচ গ্রাহাম পটারের জন্য সিলভার অনুপস্থিতি আরো একটি দু:সংবাদ বয়ে এনেছে। সব ধরনের প্রতিযোগিতায় শেষ ১৫টি ম্যাচে চেলসি মাত্র দুটি জয় পেয়েছে।
ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘স্ক্যান ফলাফলে নিশ্চিত হওয়া গেছে থিয়াগোর ডান হাঁটুর লিগামেন্ট ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্লাবের মেডিকেল টিম নিবিড়ভাবে তাকে পর্যবেক্ষনে রেখেছেন। দ্রুতই তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে।’ ২০২১ ইউরোপিয়ান চ্যাম্পিয়ন চেলসি নতুন মালিক টড বোহলির অধীনে ইতোমধ্যেই দুই ট্রান্সফার উইন্ডোতে অর্ধ বিলিয়ন পাউন্ড ব্যয় করে ফেলেছে। এর মধ্যে রয়েছেন দুই সেন্টার-ব্যাক। তারা হলেন নাপোলি থেকে কালিদু কুলিবালি ও মোনাকো থেকে বেনোয়িট বাডিয়াশিলে।
আরও পড়ুন
তামিমের অর্ধশতকে দেড়শ’র আগেই থামল ঢাকা
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা
ভক্তদের বড় সুখবর দিলেন বার্সেলোনা সভাপতি