August 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 10th, 2025, 9:48 pm

হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের মাদক বিরোধী অভিযানে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার আটক ১

রংপুর ব্যুরো:

হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের হাতীবান্ধা হাইওয়ে থানার তিস্তা ব্যারেজ আঞ্চলিক মহাসড়কে  বিশেষ মাদকবিরোধী অভিযানে ২০০ বোতল ফেনসিডিল, একটি পিকআপ সহ একজন মাদক চোরাকারবারি আটক করেছে । গতকাল রোববার দুপুরে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের  জানান  হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের  বিশেষ মাদকবিরোধী অভিযানে ২০০ বোতল ফেনসিডিল, একটি পিকআপ সহ একজন মাদক চোরাকারবারি আটক করেছে। হাতীবান্ধা হাইওয়ে থানার একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাতে তিন ঘটিকার সময় (১০ আগস্ট)  তিস্তা ব্যারেজের উত্তরপাড় থেকে ২০০ বোতল ফেনসিডিল এবং মাদক  পরিবহনের ব্যবহৃত পিকআপ সহ একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম পিকআপ ড্রাইভার মোঃ আল আমিন বাবু(২৯) ।গতরাতে গোপন সংবাদ এর ভিত্তিতে সংবাদ পাওয়া যায় যে একটি পিকাপ এ মাদকসহ চোরাকারবারী আসতেছে। এ সংবাদের ভিত্তিতে এসআই ফরিদ এবং সার্জেন্ট পলাশ েেনতৃত্বে  হাতীবান্ধা হাইওয়ে থানার একটি বিশেষ দল তৈরি করে তাদেরকে সন্ধ্যা থেকে তিস্তা ব্যারেজ এলাকায় মোতায়েন করা হয়। দীর্ঘক্ষণ যাবৎ অনেকগুলি গাড়ি চেক করা হয়। রাত ৩ ঘটিকার দিকে তিস্তা ব্যারেজের উত্তর গেইটের অবসরের সামনে বিশেষ চেক পোস্ট স্থাপন করা হয়। এ সময় আগত একটি নীল রঙের কাভার্ড  ভ্যান টাইপের ছোট  পিকআপ রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো ন ১৫- ৫৫০৫ ঘটনাস্থলে পৌঁছলে পোস্টে অবস্থানরত টহল  পুলিশ দল তাদেরকে চ্যালেঞ্জ করে। এ সময় পুলিশ পিকআপটি কে সিনসিয়ারি তল্লাশি করে এবং পরবর্তীতে ড্রাইভার এর দেখানো মতে পিকআপের পিছনের বডির ছাদের এঙ্গেল এর মধ্যে বিশেষভাবে রক্ষিত পলিথিন এর মধ্যে ২০০ বোতল অবৈধ  মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়, সেই সাথে ফেনসিডিল পরিবহনের নিয়োজিত ড্রাইভার আলামিন বাবু কে  গ্রেফতার করা হয়।  এ বিষয়ে একটি নিয়মিত মাদক মামলা রুজু করা প্রক্রিয়াধীন আছে। গ্রেফতারকৃত আসামীর সাথে গাড়ির মালিক সহ অন্য কেউ মাদক পরিবহনের নিয়োজিত আছে কিনা এ বিষয়ে তদন্ত চলমান আছে।

এ প্রসঙ্গে রংপুর  হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ  তারিকুল ইসলাম বলেন হাইওয়ে পুলিশ সীমান্তবর্তী থানা সমূহে মাদকবিরোধী অভিযান আরো জোরদার করবে এবং প্রয়োজন অনুযাযী রাতে চেকপোস্ট স্থাপন করবে। তিনি মাদক প্রতিরোধে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।##

 

আব্দুর রহমান মিন্টু

রংপুর ব্যুরো চীফ