Wednesday, November 5th, 2025, 8:54 pm

হাইকোর্টের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারকে অপসারণ

 

হাইকোর্টের বিচারপতি পদ থেকে মুহাম্মদ খুরশীদ আলম সরকারকে অপসারণ করা হয়েছে। খবর বাসস- এর।

রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে যে, সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের তদন্তে হাইকোর্টের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার তাঁর পদের দায়িত্ব সঠিকভাবে পালনে অযোগ্য হয়ে পড়েছেন বিধায় রাষ্ট্রপতি সংবিধানের পুনর্বহালকৃত অনুচ্ছেদ ৯৬-এর দফা (৬)-এর বিধান অনুযায়ী আজ ৫ নভেম্বর তাঁকে উক্ত পদ হতে অপসারণ করেছেন।

এনএনবাংলা/