January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, March 14th, 2022, 8:39 pm

হাইকোর্টে অভিনেত্রী সুবাহর জামিন

আলোচিত গায়ক ইলিয়াস হোসাইনের করা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় মডেল ও অভিনেত্রী শাহ হুমায়রা হোসাইন সুবাহকে ছয় সপ্তহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

স্বশরীরে হাজির হয়ে আবেদন জানালে সোমবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের হাইকোর্ট বেঞ্চ এই জামিন দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ইশরাত হাসান।

গত ১৬ ফেব্রুয়ারি সুবাহর বিরুদ্ধে তার স্বামী ইলিয়াস হোসাইন ডিজিটাল নিরাপত্তা আইনে হাতিরঝিল থানায় মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের ২৮ ডিসেম্বর থেকে ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সামাজিক মাধ্যম ফেসবুকে ইলিয়াসকে নিয়ে মানহানিকর নানা মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন সুবাহ। এমনকি স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলাও করেছেন তিনি। এসব কারণেই বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছেন ইলিয়াস।

মামলার এজাহারে ইলিয়াস দাবি করেছেন, বিভিন্ন সময়ে সুবাহ তাকে ‘ব্লাকমেইলও করেছেন।

এর আগে গত ৩ জানুয়ারি যৌতুকের জন্য নির্যাতনের ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে বনানী থানায় মামলা করেন সুবাহ।

—-ইউএনবি